বেঁচে থাকার নেশা বড্ড বাজে নেশা ...

পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই একপ্রকার শুন্যতা আর অভাব বোধ কাজ করে । আর সেইসব অভাব বোধ মধ্যরাতে জেগে উঠে মনের মধ্যে ভীষণ কষ্ট দেয় । দেহ ও মন কে নিস্তেজ করে দেয়। জগতের কোন অনুপ্রেরনাই যখন আর কাজ করে না তখন নিজেকে খুব অসহায় মনে হয়। বেঁচে থাকার নেশা বড্ড বাজে নেশা। মানুষ বোধ হয় এই নেশার কারণেই আশায় বুক বেঁধে বেঁচে থাকে যে একসময় সুদিন আসবে । আর সেই স্বপ্ন দেখতে দেখতে আবার প্রতিদিন সে মরে যায়।

1 comment
Image
SNaishee 01 March
🌺🌺🌺